আজানের সুর মোরগের ডাক
পাখীদের কলতান,
সোনালী আভায় ঝলমলে ভোর
উতলা সবার প্রাণ ।
সুজলা সুফলা শস্যশ্যামলা
বাংলা মায়ের কোল,
ভোরের আকাশে সূর্যের আলো
খোকাখুকু চোখ খোল্ ।
ভোরের বাতাসে দম নিলেই
সতেজতা ফিরে পাবে,
অতীতের সব ক্লান্তি মুছে ফেলে
এগিয়ে যেতে হবে ।