বাংলা আমার মায়ের ভাষা
তুলনা যে তার নাই ,
বাংলা ভাষায় কথা বলে
কতইনা তৃপ্তি পাই ।


লিখলে ছড়া বাংলা ভাষায়
পড়তে মজা লাগে ,
বাংলা গানের সুরের মায়া
সবার প্রাণে জাগে ।


কবিতা গল্প উপন্যাসে
বাংলা ভাষা প্রাঞ্জল ,
বাংলা ভাষায় মা ডাক শুনে
মন হয়ে যায় চঞ্চল ।


মায়ের ভাষার মান রাখতে
প্রাণ দিয়েছিল যারা,
বাঙ্গালীর মনে চিরভাস্বর
হয়ে থাকবে তাঁরা ।