কর্ম যদি হয় অনাচার অবিচারের
কর্ম যদি হয় দুর্নীতি দুঃশাসনের ,
কর্ম যদি হয় শোষন বঞ্চনার
কর্ম যদি হয় ধর্ষন লাঞ্চনার ;
কর্ম যদি হয় লঙ্ঘন মানবতার
কর্ম যদি হয় ধ্বংস সভ্যতার ,
কর্মে যদি হয় মনুষ্যত্বের ক্ষয়
এমন কর্ম কারও কাম্য নয় ।
কর্ম হবে সততা সাম্য প্রগতির
কর্ম হবে প্রতিষ্ঠার ও সম্বৃদ্ধির ,
কর্ম হবে প্রেম ভালবাসার
কর্মে হবে কল্যান মানবতার ।
কর্ম হবে দুর্জয় শক্তিতে বলিয়ান ,
কর্ম গুনে মনুষ হবে মহিয়ান ।