সর্ব ত্যাগী হওয়ার মাঝে কোন কল্যান নাই ,
মানবসেবা মানবজীবনের লক্ষ্য হওয়া চাই ;
এ জগতে কত আছে গরীব এতিম অসহায় ,
দুঃখ কষ্টে তাদের সাড়াজীবন কেটে যায় ।


অর্থ বিত্তে বড় হয়ে কেউ হয় ভোগবাদী ,
মধ্যবিত্ত নামে আছে একদল সুবিধাবাদী ;
স্বার্থের লাগি চারিদিকে আজ কত রক্তক্ষয়,
জন্মিলে মরিতে হইবে  মরণেরে কর ভয় ।


অন্যায় জুলুমের সাথে করোনা আপোষ ,
সত্যের জয়ে থাকবেনা কোন আফসোস ;
গরীব দুঃখী করোনা হিংসা শুধু প্রেম দাও ,
বিত্তবানেরা সবাইকে বুকে টেনে  নাও ।