আমার আজও ইচ্ছে করে নদীর জলে নাইতে ,
ইচ্ছে করে মাঝি হয়ে ভাটিয়ালী গান গাইতে ;
মনের মাঝে অনেক ব্যথা অনেক জ্বালা যন্ত্রনা ,
লক্ষ প্রাণ হারিয়ে গেছে মিটাতে মায়ের বঞ্চনা ।
তবুও আমার বাংলা মায়ের হয়না কোন তুলনা ,
এমন ছায়াঘেরা বনানী কোথাও খুজে পাবেনা ;
ইচ্ছে করে মাঠের ধারে বটের ছায়ায় বসতে ,
আজও ভাল লাগে কলকাকলির ডাক শুনতে ।
রাতের জোৎস্না পূর্ণিমার চাঁদ সবই ভাল লাগে ,
বার বার ফিরে আসি বাংলায় গভীর অনুরাগে ।