ষড়ঋতুর  বারোমাসে সোনার বাংলার
মাঠে বনে নানা রঙের মেলা ,
বাংলা মায়ের কোলে চলে বছর জুড়ে
প্রজাপতি ফুল পাখিদের খেলা ।


বৈশাখী ঝড় আরো থাকে তপ্ত রোদ্দুর,
জৈষ্ঠের পাকা আম রসে টই টম্ভুর;
আষাঢ়ের মেঘ কাল রূপে আকাশ ভরায়
শ্রাবণে মেঘ বারিধারা হয়ে যায়।


ভাদ্রের আকাশ জুড়ে হালকা মেঘের ভেলা
আশ্বিনে  কাশ বনে  সাদা ফুলের খেলা,
কার্তিকে মাঠ ভরা ধানে কৃষক দেয় ঘুম ,
অগ্রাণে চাল গোলা ভরা নবান্নের ধুম  ।


পৌষ আসে হালকা হিমেল হাওয়ায় ভেসে ,
মাঘের শীতে কাঁপি ঘরের কোনে বসে ।
ফাল্গুনে লাল কৃষ্ণচূড়ার মাখামাখি,
চৈত্রে এলে বর্ষবিদায় কুকিলের ডাকাডাকি