বসন্তের আগমনী ধ্বনি
শুনি কুকিলের কুহুতানে,
এলো বসন্ত এলোরে  আজ
পলাশ রাঙা এই ফাল্গুনে ।


ফুলে ফুলে সেজেছে ধরণী
পল্লবে পল্লবে লেগেছে দোল,
কৃষ্ণচূড়ার লাল আবীর মেখে
বসন্ত তোলে প্রাণে হিল্লোল ।


ঋতুরাজ বসন্ত এসেছে তাই
প্রকৃতির সব দ্বার আজ খোলা,
রূপের মাধুরীতে ভরা এ বসুন্ধরা
হদয়ে দেয় ভাললাগার দোলা ।


বসন্ত এলেই কৃষ্ণচূরা হাসে আর
জানা অজানা  কত ফুল ফোটে,
ফুলে ফুলে মধু নিতে ভ্রমর অলি
রঙিন পাখা নাচিয়ে দেখ  ছোটে ।