পড়ন্ত বিকেলে সূর্যকিরণ যখন  জৌলুস হারায় ,
তার সোনালী হলুদ রঙ ক্রমশঃ ফিকে হয়ে যায় ;
দূর নীলিমায় আধার ঘনিয়ে আসে সূর্য অস্ত যায় ,
পাখিরা নীড়ে ফিরে তখন সন্ধ্যা নামে এ ধরায় ।


ভোরের সূর্যোদয় ,মধাহ্নের তাপ , সন্ধ্যার সূর্যাস্ত ,
যেন জীবনের একএকটি অধ্যায় আছে সুবিন্যাস্ত ;
মানব জীবনটাও যেন একটি দিনের সাড়াবেলা ,
না বুঝে মানুষ কাটায় তারে করে হেলাখেলা  ।


বেলা শেষে মরণ যখন সামনে এসে দাঁড়ায় ,
জগতের সব বাঁধন ছিন্ন করে চলে যেতে হয় ।
তখন তোমার কেউ রবে না থাকবে শুধু স্মৃতি .
জীবনের সব চাওয়া পাওয়ার টানতে হবে ইতি ।