কাকের কি বিবেক দেখ
আপন পর সে মানে না,
পরের ডিমে তা দিয়ে দেয়
বুঝে ও সে তা বুঝে না।


পশু পাখী মানব সেবায়
অকাতরে প্রাণ দিয়ে দেয়,
পশু রূপী মানুষগুলো
আপন ভাইয়ের প্রাণ কেড়ে নেয়।


মানুষ কেন অমানুষ হয়
করে কত ছলনা,
কত রাজ‍্য ধ্বংস হলো
তবু বিবেক জাগলো না।