বিবেক যদি জাগ্রত হয় একদিন ,
কে আপন কে যে পর বুঝিবে সেদিন ;
কি চেয়েছো কি পেয়েছো তুমিই তা জানো ,
জীবন যে ক্ষণস্থায়ী এ কথাটি মানো ।
কত আশা কত স্বপ্ন তুমি দেখেছিলে ,
সুখের আশায় ছোট্ট ঘর বেঁধেছিলে ;
তারপর আসে ঝড় ভাঙ্গে সুখনীড় ,
অবিশ্বাসের দোলায় হয়েছো অধীর ।


আপন আপন করে শুধু কেঁদে মরো ,
বিপদে বন্ধু হয়ে কে কার হাত ধরো ?
ভাই ভাই একসাথে থাকতে পারোনা ,
সন্তানেরা মা বাবার খবর রাখোনা ।
তবু তারা করে কেন যে স্বজনপ্রীতি ,
মানুষে মানুষে কেন হয়না সম্প্রীতি !