বিধাতা আমার পণ করেছে দেবেনা আমায় সুখী হতে,
আমার সকল চাওয়া পাওয়ায় দিচ্ছে বাঁধা পদে পদে ;
বিধাতা অনুকম্পা করেনি আমায় আমি যে বড়ই বোকা ,
ডিজিটাল যুগে অচল আমি তাই সর্বদা পাই কষ্টের দেখা।
বিধাতা আমায় জ্ঞান দিয়েছেন করেননি কুটকৌশলী,
ঝড় তুফান মহামারী সংঘাত সব আমি এড়িয়ে চলি।
নিজের দৈন‍্যতা ঢাকতে আর করবোনা বিধাতাকে দায়ী
সকল অক্ষমতাকে দূরে ঠেলে আজ আমি হতে চাই জয়ী।
বজ্রের কাছে চেয়ে তেজ আজকে আমি সতেজ হয়েছি,
ক্লান্তির কাছে মুক্তি চেয়েছি অন্তরে শক্তি ফিরে পেয়েছি।
পড়ন্ত বেলার লাগি আজ ও পারিনি কিছু করতে জমা ,
বিধাতার কাছে করি ফরিয়াদ আজ আমায় কর ক্ষমা ।
আমি তো তোমার শত্রু নই , নই আমি তোমার প্রতিদ্বন্ধী ,
জীবনের সব যন্ত্রনা ভুলে করবো তোমার সাথে সন্ধী ।