ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
তবু তামাকের চাষ হয় ,
গাঁজায় নেশা ধরায় স্মৃতি হারায় তা ও
মানুষ তারে আপন করে লয় ।
মদের নেশায় ড্রাগের নেশায়
মানুষ হয় অমানুষ ,
দিন রাত্রী নেশার ঘোরে উড়ায়  
নানা রঙের ফানুস ।
তন্দ্রা ভরা চোখ দুটি তার
ঝিমিয়ে পড়া অঙ্গ ,
নেশার মাঝে জীবন কাটে
সকল স্বপ্ন ভঙ্গ ।
প্রেমে অনেক জ্বালা তবু মানুষ
প্রেমেই বাঁধা পড়ে ,
দেবদাস মজনু হয়ে তারা
নেশার পথটি ধরে ।
চোখের সামনে ধুকছে কত
নেশা গ্রস্থ যুবক ,
নেশায় করে জীবন ক্ষয়
এ তো চিরসত্য ধ্রুবক ।
কত অপরূপ এই বসুধা
প্রকৃতির দানে ভরা ,
তাহারে ছাড়িয়া কেমনে মানুষ  
নেশার কাছে দেয় ধরা !