আজও ঝড়ে আখি জল কবি তোমায়
অসময়ে হারিয়ে ফেলেছি বলে ,
তোমার কবিতা গানে উজ্জেবিত হই
তোমারে কেমনে থাকি ভুলে ?
তোমার কবিতা পড়ে বিদ্রোহ করে
মুক্তিযুদ্ধের সেনানী হয়েছি ,
চল চল বলে সামনে এগিয়ে আমরা
স্বাধীনতা ছিনিয়ে এনেছি ।
ইসলামের মহিমা প্রচার করেছো তুমি
তোমার কবিতা গানে ,
কান্ডারী হুশিয়ার বলে জাগালে তুমি
প্রত্যয় মুসলমানের প্রাণে ।
গাহি সাম্যের গান বলে তুমি গাইলে
আর্ত মানবতার জয়গান ,
তুমি সেই বিদ্রোহী কবি কাজী নজরুল
চির অক্ষয় তোমার অবদান ।



(  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষীকি প্রয়াত কবির প্রতি
     শ্রদ্ধা জ্ঞাপন )