এসেছে বিজয়ের মাস চারিদিকে
বইছে খুশীর বন‍্যা,
এই খুশীর দিনেও মায়ের বুকে
রয়েছে চাপা কান্না।


লাল সবুজ পতাকা হাতে খোকা
সেই যে হারিয়ে গেল,
মায়ের কোলে ফিরলো না আর
হাতে অস্র তুলে নিল।


নয় মাস যুদ্ধ করে জীবন দিয়ে
বাংলার স্বাধীনতা আনলো,
মায়ের চোখে তাই বিজয় দিবসে
অবিরল অশ্রুধারা ঝরলো।


বিজয়ের খুশী ম্লান হয়ে যায়
লাখো শহীদের স্মরণে,
হাহাকার জাগে বাংলার বুকে
বীরাঙ্গনা নারীর ক্রন্দনে।


সব শোক সব যন্ত্রণা ভুলে যাই
শোষণ মুক্তির আনন্দে,
বিজয় দিবসে খুশীতে আজ তাই
নাচে মন ছন্দে ছন্দে।