মন আমার ভাঙ্গিল যে জন আমি নিত‍্য খুঁজি তার মন,
জানি ফিরে পাবনা তবু তার লাগি প্রাণ হয় উচাটন ;
যে আমায় দিল বিরহের অনল,
তার পথে আমি ছিটাই ফুলদল ;
বেদনার সে স্মৃতি ভুলিতে হৃদয় আমার হয় উন্মন।


যে দিল শুধু ছলনা  সে ছিল  আমার অতি প্রিয়জন,
না পেয়ে তারে মন আমার বিরহ জ্বালা করে বরণ ;
সে দিল আঘাত করে অবহেলা,
দূরে ঠেলে  মনে ধরায় জ্বালা ;
আমার গৃহে যে দিল আগুন তারে ভাবি অতি আপন।


****