তুমিতো ভালোবাসতে গোলাপ বকুল ,
গাজরার মালা দিয়ে  বেঁধেছিলে চুল ;
চোখেতে কাজল দিতে করনি তো ভুল ,
তোমায় খুঁজতে এসে হারিয়েছি কূল ।
কানে পড়তে দিয়েছি যে সোনার দুল
পরে তা তুমি আমায় করতে ব্যাকুল ,
ভ্রমর  আসে বসাতে বুকে যদি হুল
হৃদয়ে আমার বেঁধে যেত হুলস্থুল ।


তোমার দেখা কি কভু মিলবেনা আর,
তুমি শুধু মরীচিকা হয়েই থাকবে?
বিরহ জ্বালায় জ্বলে হৃদয় আমার,
আমায় কেবল দূরে সরিয়ে রাখবে?


কতবার ভাবি ভুলে যাব গো তোমায়,
পারিনি বলেই কাঁদে বিরহে হৃদয় ।


শেক্সপিয়রীয় রূপকল্প