প্রথম যে মানুষ বিশ্বাস করেছিল তাওহীদ ,
আর কেউ নয় সে খাদিজা বিনতে খুওয়াইলিদ ;
"বিশ্বাসীগণের মা"যে তিনি প্রথম মুসলমান ,
শ্রেষ্ঠ নারী বলে নবী তাকে দিয়ছিলেন সম্মান ।


খুওয়ালিদ  ইবনে আসাদ ছিল পিতা খাদিজার ,
আরবের কুরাইশ গোত্রে হয়েছিল জন্ম তার  ;
নবী মোহাম্মদকে দেখেন তিনি চল্লিশ বৎসরে ,
আল আমিন খ্যাত নবীজি তার মন জয় করে ।

খাদিজা ছিলেন আরবের এক ধনীর দুলালী ,
এতিম মোহাম্মদের গুনে মুগ্ধ আরবের লালি ;
খাদিজা বান্ধবী নাফিসাকে দিয়ে দিলেন প্রস্তাব ,
মোহাম্মদ রাজী খুশী চাচা তালিব , আবু লাহাব ।


শেষে পাঁচশত স্বর্ন মুদ্রা মোহরানা ধার্য করে ,
নবীপত্নি হলেন খাদিজা নবীর হাতটি ধরে ;
খাদিজার ব্যবসায় আসে বিশাল এক সমৃদ্ধি ,
নবীর মন যে বিচলিত দেখে অনাচার বৃদ্ধি ।


মানবের মুক্তির চিন্তায় হেরা গুহায় থাকেন ,
দিন রাত করে ধ্যান শুধু আল্লার কথা ভাবেন ;
খাদিজা নিজে সেই গুহায় খাদ্য দিয়ে আসতেন ,
মুহাম্মদ হয়ে শেষ নবী ইসলাম আনলেন ।


খাদিজা প্রথম পেল সেই শান্তির বাণীর স্বাদ ,
নবীর প্রতি দৃঢ় বিশ্বাসে রাখে তার হাতে হাত ;
নবীর সাথে প্রথম নামাজ তিনিই পড়েছিলেন ,
আল্লার পথে তিনিই প্রথম চরণ রেখেছিলেন ।


নিজ ধন সম্পদ ঐশ্বর্য সব বিলিয়ে দিলেন
ইসলাম প্রচার করতে অনেক কষ্ট পেলেন
প্রসাদ ছেড়ে তাবুতে থেকে নবীর সাথী হলেন
অনাহারে থেকেও সত্যের পথে তবু থেকেছেন ।