বিশ্ব যখন অন্ধকারে নিমজ্জিত,
লোকালয় হতে মানবতা নির্বাসিত ;
ধরার বুকে এলেন নবী মুহাম্মদ,
মা আমিনা ডাকেন তারে আহম্মদ।
কোরাইশ গোত্রে জন্ম পিতা আব্দুল্লাহ,
মুত্তালিবের পৌত্র তিনি রাসূলুল্লাহ ;
কৈশোরে মেষ চড়াতেন মরু প্রান্তরে,
যৌবনে ব্যবসা করেন গিয়ে মক্কার বাইরে।
পঁচিশ বছর বয়সে বাঁধা পড়েন বিবি খাদিজার সনে,
এতিম মুহাম্মদ হলেন ধনী খাদিজার অর্থ বিত্ত গুনে।
সত‍্যবাদী বলে হলেন আল আমিন,
হিলফুল ফুজুল গড়েন যখন তিনি নবীন ;
মানবের কল‍্যানে করেন না না কাজ,
অল্প বয়সে মাথায় ওঠে নেতৃত্বের তাজ।
কাবাঘর মেরমতে রাখেন বড় ভুমিকা,
হযরে আসওয়াদ বসিয়ে থামান প্রহেলিকা।
খোলা আকাশ চাঁদনী রাত তারার মেলা,
না না প্রশ্ন জাগায় অন্তরে অবসর বেলা ;
কে করেছেন সৃষ্টি এ বিশ্ব আকাশ বাতাস,
কে করেন পরিচালনা এসব নিখুত প্রয়াস।
জীবন ও প্রকৃতির বহু প্রশ্নের জবাব পেতে হলেন আকুল,
তিনটি বছর কাটে হেরা গুহায় ধ‍্যানমগ্ন করে হৃদয় ব‍্যাকুল।
অতঃপর ধরার বুকে নেমে এলেন জিবরাইল ফেরেশতা,
এলেন নিয়ে ধরায় আল্লার বাণী,দেখালেন মুক্তির রাস্তা।
নবীজিকে প্রথম কোরানের বাণী পড়িয়েছেন,
পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন...
এল কোরআন এল ইসলামী জীবন বিধান
অমানিশা কেটে হলো আলোর বিস্ফোরণ।