বিশ্ব কবির কবিতা গানে হৃদয় উতলা হয় ,
শিশুকাল থেকে আজ শুধু তারই গান গাইছি ,
বীণার তারে শুধুই তার গানের সুর তুলছি ;
সে গানের সুর তাল কখনো ভুলে যাবার নয় ।
পঁচিশে বৈশাখে জন্ম তিনি যে বাংলার কবিগুরু ,
শিল্প সাহিত্যের সব শাখায় করেন বিচরণ ,
প্রেমের অমিয় বাণী রচিলেন তিনি আমরণ ;
সোনার তরী ভাসিয়ে মন তার করে উরু উরু ।


নানা সুরে নানা ঢঙ্গে লেখা গীতাঞ্জলীর কবিতা ,
প্রেম বিরহ ,ব্যাকুলতা দিয়ে সজালেন বলাকা ,
সবার হৃদয় পটে রয়েছে গাথা চিত্রা ,ক্ষণিকা ;
মনে জাগে ব্যাকুলতা পাঠ করে শেষেরকবিতা ।
পড়েছি চোখের বালি ঘরে বাইরে ও চতুরঙ্গ ,
নোবেল বিজয়ী কবি যার গানে জাগে সারা বঙ্গ ।