বন্ধু আবুবকরকে সঙ্গী করে এলেন নবী  ইয়াসরিব শহরে ,
মক্কা থেকে যার অবস্থান দুইশত দশ মাইল দূরে ;
আগমনে তাঁর ধন্য নগরবাসী , তাদের নেতা শেষনবী ,
ইয়াসরিব তাই বদল হয়ে হল মদিনাতুন্নবী ।
যে বছর করেছিলেন হিজরত সেই বছর থেকে
গণনা শুরু হিজরী সালের ,
সেই বছর থেকেই কার্যকরী হয় প্রথম ইসলামী রাষ্ট্রের
লিখিত সংবিধান মদিনা সনদের ।
মদিনার ইয়াহুদী খ্রীষ্টান ছাড়া বাকী সকলেই
ইসলামের সুশীতল ছায়ায় এল ,
পদে পদে আসতে থাকে বাধা ইসলাম প্রচারে
অতঃপর যুদ্ধের দামামা বেজে গেল ।
হিজরী সালের দ্বিতীয় বছরে সতেরই রমজান ,
বদর প্রান্তরে হাজির তিনশত সতের জন মুসলমান ।
অপর প্রান্তে মক্কার এক হাজার অবিশ্বাসী ,
রক্তক্ষয়ী সংঘর্ষে বিজয়ী মুসলীম ইসলামে বিশ্বাসী ।
ইসলাম পেল শক্ত ভিত্তি মুহাম্মদ হলেন শেষনবী ,
মুসলমানের অন্তর জুড়ে শুধু তারই ছবি ।


ইয়াসরিব -মদিনার পূর্বনাম
বদর -মদিনা থেকে ১৩০ কিলোমিটার এবং মক্কা থেকে
৩২৩ কিলোমিটার দূরের