কোনো এক বিষন্ন বিকেলে তুমি এলে
গভীর দীর্ঘশ্বাস ছেড়ে আমায় প্রশ্ন করলে ,
' সত্যি করে বলো কেন কাছে পাইনা তোমায় ,
এতটা কষ্ট তুমি কেন দিলে আমায় ?
বলেছিলে ভালবাসো , সে কি শুধু ছলনা ?
বলনা আমায় তুমি বলনা,
কি পেলে তুমি আমায় দূরে ঠেলে ?
ভালবাসায় কেন ছলনার আশ্রয় নিলে ?


পড়ন্ত বিকেলের মিষ্টি সোনারোদ এসে
রাঙ্গিয়ে দিয়েছিল তোমার কপোল ,
ইচ্ছে হয়েছিল ছুঁয়ে দেখি , পারিনি তা ;
পারিনি কাছে টানতে ,হল অশ্রু টলমল ।


ইচ্ছে করেই তোমার প্রশ্নগুলো এড়িয়ে গেলাম ,
আমি যে ভবঘুরে , ছন্নছাড়া জীবন আমার ;
কষ্ট ছাড়া আমার কাছে কিছুই নেই তোমাকে দেয়ার ,
সন্ধ্যা নামার আগেই তোমায় বিদায় জানালাম ।


বললাম , 'ফিরে যাও প্রিয়তমা, তোমার চেনা পথে ,
পথ ভুল করেও আর এসোনা, আমার সাথে কথা বলতে ;
আমি পারবোনা তোমায় কাছে টানতে ,
পারবোনা তোমার প্রেমে বাঁধা পড়তে ।
আমি ভালবাসি তোমায় এ কথা মিথ্যে নয়
ভালবেসে যাব চিরকাল ,
যেখানেই থাকি যতই দূরে
প্রেয়সী হয়ে তুমি রবে মোর অন্তরে অনন্তকাল ।