বিস্মৃত দিনের কথা জাগিছে অন্তরে ,  
দুঃখ বেদনায় কাঁদে বিরহিত মন ;
না পাওয়ার স্মৃতিরা থাকে অগণন ,
যন্ত্রনার বহ্নি জ্বলে হৃদয় অন্দরে ।
অশ্রুত শব্দের কথা জাগে প্রাণ ভরে ,
অন্তহীন স্তব্ধতায় কাটে প্রতিক্ষণ ;
ভুল বুঝে দূরে থাকে যে ছিল আপন ,
হারাবার ভয়ে মন শুধু কেঁদে মরে ।


কতজন কতভাবে ভালবাসা চায় ,
যতটুকু চায় তার কতটুকু পায় ?


তবু ভালবেসে যায় তবু প্রেমে পড়ে ,
ছলনার বেড়াজালে নিজেকে হারায় ;
হতাশার বারি ঝড়ে স্মৃতির পাতায় ,
তবু চায় পেতে তারে আপনার করে ।