গুরু গুরু গর্জনে ঐ কাঁপে আজ ধরা ,
আকাশে কাল মেঘের তীব্র ঘনঘটা ;
টাপর টুপুর বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা ,
নদী নালা খাল বিল পানি দিয়ে ভরা ।
হঠাৎ রিমঝিমিয়ে নামে বারিধারা,
কাদামাখা পথ দিয়ে যায় নাতো হাঁটা  ;
কদমের ডালে ডালে কত ফুল ফোটা,
বর্ষায় পাহাড়ে দ্রুত বয় ঝর্না ধারা ।


গ্রীষ্মের তাপে মানুষ হয় ধৈর্যহারা ,
কোমল হওয়া বয় বৃষ্টিস্নাত দিনে ;
প্রেমের স্নিগ্ধ পরশ বৃষ্টি এনে দেয় ।
বর্ষা দিনে নদী হয় যে বাঁধন হারা ,
দুই কুল ভেসে যায় হঠাৎ প্লাবনে ;
তবুও বর্ষা সবার মন কেড়ে নেয়।


( পেত্রার্কীয় রূপকল্প )