জ‍্যৈষ্ঠ গেল বর্ষা এল
মুষলধারে বৃষ্টি,
দিঘির জলে শাপলা শালুক
কি অপরূপ সৃষ্টি।
আকাশ হলো মেঘলা
বৃষ্টি  এক  পশলা,
বাজ পড়ে কাঁপে ধরা
থেমে যায় হৈ চৈ,
নদী নালা খালে বিলে
জল করে থৈ থৈ।


গ্রীষ্ম কালের তাপদাহ
নিভে যায় বৃষ্টিতে,
কাল মেঘেরা উড়ে চলে
ধরা পড়ে দৃষ্টিতে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
বর্ষাকালে সকাল দুপুর ;
শুকনো নদী জলে ভরে
দু’কুল ছাপিয়ে যায়,
বন‍্যা এসে ঘরবাড়ি সব
ভাসিয়ে নিয়ে যায়।