মেঘে মেঘে ঠুকাঠুকি
তর্জন গর্জন ,
নদী নালা খালবিল থৈ থৈ
বর্ষায় অর্জন ।


আষাঢ় শ্রাবণ মেঘলা সকাল
হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি ,
বৃষ্টি কাদার মাখামাখি
এ যে ভারী অনাসৃষ্টি ।


টাপুর টুপুর মিষ্টি দুপুড়
ছন্দ জাগায় প্রাণে ,
পথে নেমে কাকভেজা
বৃষ্টি মূখর দিনে ।


বৃষ্টি এসে সবার প্রাণে
দোলা দিয়ে যায়,
কোলাহল থেমে যায়
বর্ষার সন্ধ্যায় ।