নিজেকে সামলাতে পারছো না !
তবে কেন কাছে আসছোনা ?
আবেগে ভেসে হও বেসামাল !
তবুও কেন ধরা দিচ্ছোনা ?


জানি সইতে পার না ঘামের গন্ধ
তবু আমায় জড়িয়ে ধরো !
তোমার কাছে দুঃসহ মুখের দুর্গন্ধ
ঠোঁটে তবু চুম্বন করো !


আমার দেহের উষ্ণতায় যদি তুমি
বরফ গলা নদী হয়ে যাও ,
সেই নদীতে ডুবুরী হবো আমি
দেখবো কি সুখ তুমি পাও !


নিজেকে সামলাতে পার না তুমি
জোৎস্নায় মন উথালপাতাল !
জেনে নাও তোমারে কাছেতে পেয়ে
আমারো মন বড় বেসামাল ।