ভরা পূর্ণিমাতে ওগো সুন্দরী
তোমার রূপমাধুরী হেরিয়া ,
মুগ্ধ দুটি চোখ জুড়ায় আমার
দেখি তোমায় প্রাণ ভরিয়া ।
জোৎস্নারাতে অঙ্গে তোমার
আলো আধারের খেলা ,
মন ভরে যায় দেখলে তোমায়
লাল সূর্যের ভোরবেলা ।
ভর দুপুড়ে কাঠফাটা রোদ্দুরে
অঙ্গ তোমার ঝলসে যায় ,
সাঝবেলাতে হালকা হাওয়ায়
প্রাণটা তোমার শীতল হয় ।
তুমি সবার প্রিয় রূপসী বসূন্ধরা
তোমার বুকে অমৃত সূধা ,
সে সূধায় ভরা ভূবনে মানবজীবন
আছে একটি সূতোয় বাঁধা ।