বাতাস বহে শন্ শন্
শীত নেমেছে কন্ কন্
পথটা কেমন ছম্ ছম্
আমরা চলি হন্ হন্ ।


কাঁপছি মোরা ঠক্ ঠক্
কেহ করছে বক্ বক্
সোনা গয়না চক্ চক্
ঘটি বাটি ঝক্ মক্ ।


ঘুরছে মাথা ভন্ ভন্
ব্যথায় মাথা টন্ টন্
ঝগড়া ঝাটি খন্ খন্
হাড়ি পাতিল ঝন্ ঝন্ ।


রোদে ঘেমে টক্ টক্
পানি গিলি ঢক্ ঢক্
ঠাণ্ডা সর্দি খক্ খক্
পেটের মধ্যে ভক ভক্ ।


রোগ বালাইয়ে ঘর্ ঘর্
জীবনটা তাই মর্ মর্
বুকটা করে ধর্ ফর্
বেঁচে থাকা নর্ বর্ ।


বাজ পড়ছে কড়্ কড়্
ঝড় ও বৃষ্টি  ঝর্ ঝর্
ঘর ও বাড়ি পর্ পর্
দুনিয়াটা থর্ থর্ ।



ছড়া ছন্দের যাদুকর সুকুমার রায়ের চলে হন্ হন্ ছড়াটি পড়ে এত ভাল লাগলো যে তার অনুকরনে এই ছড়াটি রচনা করেছি , তাই ছড়াটি  শ্রদ্ধেয় সুকুমার রায়কে উৎসর্গ করলাম ।
ছন্দ : স্বরবৃত্ত -৪+২