বিদায় নিয়েছে স্নিগ্ধ ফাগুন
এল চৈত্রের তীব্র দহন,
প্রকৃতিতে লেগেছে আগুন
খরতাপ বহে অগণন।
হঠাৎ কাল মেঘের ঘনঘটা
শুনতে পাই বজ্রের গর্জন,
আসছে ঐ কালবৈশাখী ঝড়
দমকা হাওয়ায় নামে বর্ষণ।
মৌনতা মুগ্ধতা সবই তার
চৈতালী হাওয়া ভাললাগার,
বসন্ত বিলাপে সবই ফুরায়
ঘর্মাক্ত কৃষকের অশ্রুধারায়।