দুশ্চিন্তার চক্র
হয় যদি বক্র ,
মন উচাটন
করে জ্বালাতন ।


চাই দূরে থাক
ধুয়ে মুছে যাক ,
মনের আধার
কষ্ট হারাবার ।


তবু প্রেম আসে
শুধু ভালবাসে ,
আবার হারায়
যন্ত্রণা বাড়ায় ।


ইচ্ছে ঘুড়ি উড়ে
সুখ খুঁজে মরে ,
ধরা নাহি দেয়
কষ্ট শুধু পায় ।


এইতো জীবন
আসবে মরন ,
চলে যেতে হয়
নিয়তি নির্দয় ।


( বোরহানুল ইসলাম লিটনের চিন্তার চক্র কবিতায় মন্তব্য করতে যেয়ে এই
কবিতার থিম মাথায় আসে তাই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম )