আলোচনা সমালোচনা হবে জানি অনেক
তবু আমি লিখে যাব ছন্দে ছন্দে কবিতা,
কাব্যে আমার থাকবে প্রেম, ন্যায্যকথা
থাকবে খোলাখুলি, জানিনা যে ভণিতা ।
তোমরা আমায় যতই বলো, সত্য বলায়
শঙ্কা আছে, থকবে বাঁধা, আছে মৃত্যুভয় ;
সব ভীরুতা দূরে ঠেলে, ছন্দে ছন্দে কথার
মালা গেথে, করবো আমি সব বাঁধাকে জয় ।
জানি লায়লা-মজনু এক হয়ে করবে অনশন,
মিথ্যেবাদী জালিমেরা আমায় করবে বয়কট;
হরতাল ডাকতে পারে ওরা আমার বিরূদ্ধে,
ছন্দ কবিতায় সুর তুলে কাটাবো সব সঙ্কট ।