চৈত্রের দুপুড়ে  
খা খা করে রোদ্দুর ,
ধূ ধূ মরিচিকা
চোখ পড়ে যদ্দুর ।
চৈত্রের সকালে গায়ে মাখি
লাল সূর্য কিরণ ,
সাঝবেলাতে গুরুগম্ভীর
বজ্রের গর্জন ।
রৌদ্রতাপে পথেমাঠে যেওনা
হেথায় তপ্ত বালুকনা ,
বাতাসে ভাসে আগুনের ঝাপটা
কারও নেই অজানা ।
কালবোশেখীর আগমনী ধ্বনী
ঝড়ো হাওয়া শনশন,
চৈত্রসংক্রান্তি বর্ষবিদায় হালখাতায়
ঘুরছে মাথা বনবন।