ছোট বলে কাউকে তোমরা করনা অবহেলা,
ছোট সেও তো করতে পারে সহজ পথচলা ;
মূষিক যেমন  বাঁচিয়েছিল সিংহ রাজাকে,
রাজারা তাই করনা কভু অবহেলা প্রজাকে।
প্রজারা অতি ক্ষুদ্র বটে ক্ষেপলে যে মহারাজা,
একজোট হয়ে তারা রাজাকে  দিতে পারে সাজা;
জগতের যত ক্ষুদ্র প্রাণী সব প্রকৃতির দান,
পরিবেশ ভারসাম‍্যে তাদের রয়েছে অবদান।
‍ব‍্যাকটেরিয়া ভাইরাস অতি ক্ষুদ্র বটে তারা,
মহামারী এনে  মানব জীবন করে দিশেহারা ;
বিন্দু বিন্দু জলকণা গড়ে সাগর মহাসাগর,
পরমানু বোমার ভয়ে দুনিয়া কাঁপে থর্ থর্।