তোরা দেখতে গিয়ে ভুল দেখেছিস
শুনতে গিয়ে ভুল শুনেছিস ,
তোদের চোখের দেখাই নয়রে সব ,
তোরা সবই ভুল জেনেছিস ।
তোরা থাকিস ভোগবিলাসে মত্ত হয়ে
খুজিস কেবল সুখের ঠিকনা ,
তোদের মনে থাকে লোভ লালসা
তোরা অন্যের কথা ভাবিসনা ।
জগতে যা কিছু আজ মন্দ আছে
সবই তোদের দ্বারাই সৃষ্টি ,
তোরা নিজের লালসা মেটাতে
এ জগতে বাঁধাস অনাসৃষ্টি ।
অর্থ যশ ক্ষমতার লাগি তোরা আজ
হন্যে হয়ে শুধু ছুটেছিস ,
'মানুষের লাগি মানুষ আমরা' এ কথাটি
তোরা বেমালুম ভুলেছিস ।
মানুষের মনে যে আগুন তোরা জ্বেলেছিস
কি করে নিভাবি সে আগুনকে ?
যত ক্ষমতাই থাকনা তোর হে অধম
কি করে ঠেকাবি চির মরনকে ?