ঢেউয়ের মত উড়ে এলে
ছোট পাখি খঞ্জনা,
মিষ্টি ডাকে ভুলিয়ে দাও
মনের সব গঞ্জনা।
তোমায় দেখে মুগ্ধ নয়ন
অঙ্গে আঁকা আল্পনা,
লেজ নাড়িয়ে জাগাও মনে
ভাল লাগার কল্পনা।
নীল আকাশে উড়ে বেড়াও
তুমি মনের আনন্দে
কণ্ঠে তোমার মিষ্টি গান
সবাই শোনে সানন্দে।
বৃষ্টি এলে লুকাও তুমি
ভেজা পাতার অড়ালে
ভিজে বর্ষায় ডানা ঝাপটাও
যেন মুক্তো ছড়ালে।
যে দেখে সেই মুগ্ধ হয়
থাকতে চায়না সে চুপ,
শীত গ্রীষ্মে রূপ পাল্টায়
তারে লাগে অপরূপ।