ধীমান তুমি কেমন আছো ?
কি করে কাটছে তোমর দিন ?
তোমার কারনেই জগতটা আজ
হয়েছে মানুষের অধীন ।


তুমি আছো বলেই আমরা
নতুন কিছু করতে পারি,
ভালমন্দের তফাৎটা আমরা
তোমার কারনে বুঝতে পারি ।


ধীমান তোমার আজ কি হয়েছে ?
তুমি আজ এত ক্লান্ত কেন ?
ধীমান তোমায় আজ এমন কেন লাগছে,
অবসাদ আর হতাশাগ্রস্ত যেন !


ধীমান তুমি অবসরের কথা ভাবছো ?
হতবিহবল তুমি মানুষের আচরণে ?
সভ্যতার উচ্চশিখরে দাঁড়িয়ে মানুষ আজ
ব্যস্ত হত্যা আর ধ্বংসের আয়োজনে ।


ধীমান এই তো সময় প্রতিরোধের,
এই তো সময় নিজেকে প্রমাণ করার ;
মুছে ফেলে সব ক্লান্তি অবসাদ
নিরন্তর কর্মযজ্ঞ চাই ধীমান তোমার ।