সুখ পাখি

দিনগুলো মোর সাঙ্গ হলো আশায় আশায় থেকে,
সুখের আশায় বুক বেঁধেছি পাই নি সাড়া ডেকে ;
সুখ পাখিটা দেয়নি ধরা,
কাটে নি তাই দুঃখ ক্ষরা ;
জীবন চলার পথটুকু তাই যাচ্ছে এঁকে বেঁকে!


অবহেলা

অনেক কথাই স্মৃতি হয়ে কাঁদছে আমার মনে,
ভেবেছিলাম ছায়া হয়ে রইবো তাহার সনে ;
কাছে থেকেও হয় নি আপন,
বিরহ ব‍্যথায় জীবন যাপন ;
অবহেলায় চোখের জলে ভাসছি ক্ষণে ক্ষণে।