প্রজাপতির ডানার মত দোলনচাঁপা ফুল ,
মন মাতানো সুরভি তার হৃদয় আকুল ;
বর্ষা শেষে শরৎ এলেই ফোটে এই ফুল,
শ্বেত শুভ্র দোলনচাঁপা করে মনকে ব্যাকুল।

পুষ্পমঞ্জরি  ঢাকা পড়েছে সবুজ পাতায় ,
শাখার শাখায় ফুটে রয় থোকায় থোকায় ;
প্রেমিক মন দেখলে তারে ব্যস্ত হয়ে যায় ,
প্রিয়ার হাতে ধরিয়ে দিয়ে ভালবাসা চায় ।

দিনের শেষে সন্ধ্যা এলে ফুল ফোটে অবশেষে ,
দেখা দেয় সে বাংলায় শ্বেত কপোতের বেশে ;
চারটি পাপড়ি যেন তার প্রজাপতির ডানা ,
বাটার ফ্লাই লিলি নামটি থাকেনা অজানা ।

যার সুগন্ধে ভরে মন সে ফুল দোলনচাঁপা ,
যার রূপে মুগ্ধ দু’চোখ সে ফুল দোলনচাঁপা ।