যৌবন


যৌবন হবে উদ‍্যমী থাকবে তাহার দৃঢ় প্রত‍্যয়,
ব‍্যর্থ হবে সকল সাধনা অন্তরে যদি থাকে ভয় ;
যৌবন অভিলাষী উদ্দাম উচ্ছল,
যৌবন হবে ঝর্ণার মত চঞ্চল ;
যৌবনে থাকলে পিছুটান, নিশ্চিত হবে পরাজয়।


ওরাও বাঙ্গালী


ওরা কেমন বাঙ্গালী যারা ঔষধে ভেজাল দেয়!
খাদ‍্য পণ‍্য মজুত করে ওরা কেন সুযোগ নেয়?
দুর্যোগ মহামারী যাহাই হোক,
দুর্ভিক্ষে অনাহারে যত মরুক ;
পুকুর চুরির রাস্তাটা তারা ঠিকই খুঁজে নেয়।