তোমার দুচোখের চাহনী বলে দেয়
কতটা ঘৃণা তুমি আমায় করো,
কোনো দুঃখ নেই আমার
নেই কোনো আক্ষেপ, কারন আমি জানি
চাইলে ভালবাসতে আমায় শুধু তুমিই পারো ।


তোমার ঠোঁটের বাঁকা হাসি বলে দেয়
কতটা অবহেলা তুমি করো আমায়
কোনো যন্ত্রনা অনুভব করিনা আমি
অন্তরে নেই কোনো বেদনা, কারন আমি জানি
কেউ যদি কাছে টানে আমায় সে শুধু তুমিই পারো ।


কবি নজরুলের কাছে তুমি কুহেলিকা
তোমার কাছে হার মেনেছে কত মহাপুরুষ,
কত রাজা মহারাজা কত সম্রাট দিগ্বিজয়ী সেনানী;
তবু পারিনা তোমায় ভূলে থাকতে,  কারন আমি জানি
দুর্বোধ্য তবু প্রেমের অনুরাগ জাগতে শুধু তুমিই পারো ।


না পারি তোমায় কাছে টানতে না পারি দূরে ঠেলতে
তুমি কায়া হয়ে ছায়ার মত থাকো আমার পাশে
ধরতে চাইলও যায়না ধরা যায়না তোমায় ছোঁয়া
তবু তোমায় চাইনা আমি হরাতে, কারন আমি জানি
প্রেমময় শান্তীর ধারা এনে দিতে শুধু তুমিই পারো ।