চাওয়া
রাতে যখন মধ‍্য গগনে ওঠে এক ফালি বাঁকা চাঁদ,
প্রিয়ার বুকে হাতটি রেখে ভাবি এ নয়তো কোন ফাঁদ!
তবু আমার মন মানেনা,
নিষেধ বারণ সে শোনেনা ;
ভালবাসায় মন ভিজিয়ে করবে পূরন স্বপ্ন সাধ ।


পাওয়া
আঁধার রাতে জোনাক পোকা আলো জ্বেলে এলোমেলো ছোটে,
আলো ছায়ার দোলায় দুলে আমার স্বপ্ন যায় যে টুটে!
গহীন আঁধারে আমি খুঁজি তারে,
মন প্রাণ দিয়ে ভালবাসি যারে ;
রাত ফুরালেই দেখি তারে, সে বেদনার কলি হয়ে ফোটে।