কুমড়ানি


আমায় তুমি খেতে বলছো আলুনি আর কুমড়ানি,
তোমার নেতা পাতি নেতা খাচ্ছে যে খুব বিরানী ;
আমায় বলো কম করে খাও চিনি,
উন্নয়নের নামে কেন করছো ঋণি?
‍ন‍্যায‍্য মূল‍্যে জিনিস পেতে হচ্ছি কেবল হয়রানি।


রেসের ঘোড়া


যানজটে নাকাল আম জনতা, নেতা মন্ত্রী চলে উল্টো পথে,
দুর্নীতিকে আর নয় বলে সবাই বসে আছে দুর্নীতিরই রথে ;
রাজনীতিতে সবাই এখন দেখি বর্ণচোরা,
রাজনীতি আজ বড় হবার রেসের ঘোড়া ;
কেউ শোনে না কারও কথা ব‍্যস্ত সবাই নিজেরই স্বার্থে।