ত্রিশ রোজা শেষ হয়েছে আজ
উঠেছে ঈদের চাঁদ,
খুশির আমেজ নেই কোথাও
রয়েছে মরণ ফাঁদ।
আনন্দতে গাইছে নারে কেউ
ঈদের খুশীর গান,
মৃত‍্যুভয়ে কাপছে যে সবাই
কাপছে সবার প্রাণ।
করোনা ভাইরাস এসে আজ
সব খুশি নিল কেড়ে,
কোলাকুলিও করবে না কেউ
থাকবে যে দূর দূরে।
ঈদগাহে কেউ যাবেনা ঈদের
জামাত সেথা হবেনা,
নিজের ঘরেই থাকবে সবাই
অন‍্যের ঘরে যাবেনা।
ফিরনী পায়েস খাবে সকলেই
বসে নিজ ঘরের কোনে,
ঈদ মোবারক বলবে সবাই
মোবাইল ফোনে ফোনে।