( শিশুতোষ ছড়া কবিতা )


ঘরের ভিতর তেলাপোকা
ইঁদুর ভাড়ার ঘরে ,
ইচ্ছেমত গান গায় ওরা
কিচকিচ শব্দ করে ।
তেলাপোকা ইঁদুরের যন্ত্রণায়
অতীষ্ঠ জন জীবন ,
ওদের দমন করতে ঘরেতে
বেড়ালের অগমন ।
বেড়াল বেটা আলসে বড়
ইঁদুর, পোকা ধরেনা ,
মাছ মাংস সবই খায় সে
কাটা কুটিও ছাড়েনা ।
দিন দিনান্তে বাড়ছে ভুঁড়ি
বেটারা হচ্ছে মোটাসোটা ,
ভিষন রেগে গৃহের কর্তা
ওদের করে ঝাড়ুপেটা ।
ঝাড়ুপেটা খেয়ে ইঁদুর বেড়াল
ভয়ে পালিয়ে বেড়ায় ,
আঘাত পেয়ে থেতলে যেয়ে হায়
তেলাপোকা অক্কা পায় ।