অকাল বিচ্ছেদের ছায়া চারিপাশে দেখছি নিরন্তর ,
জন্ম মৃত্যুর চিরন্তনী খেলা চলছে হেথা যুগ যুগান্তর ;
শুনিতেছি চারিদিকে প্রেতাত্মার পদধ্বনি ,
এ যেন মহাকালের চির বিদায়ের যাত্রাধ্বনি ;
অন্তরীক্ষে কম্পিত শুকাতারা দেখে ভয় হয় ,
বক্ষফাটা ক্রন্দন জাগে বিচ্ছেদের যন্ত্রণায় ।
চিত্ত উদ্ভাসিয়া জাগে প্রেম . রুধিব কেমনে তারে !
যদিবা ব্যর্থ প্রেম তবু তা ভুলে যেতে কে পারে ?
যেতে হবে জানি একদিন একই পথ ধরে ,
জীবনের পুজি শেষ হলে, ধরনীর মায়া ছেড়ে ;
প্রাণ চঞ্চল দিনের কথা সেদিন রবে  শুধু কল্পনায়
বিচ্ছেদের যন্তণা গুঞ্জরিত হবে শিরায় শিরায় ,
দুর্যোগ মহামারী যুদ্ধ কালের অমোঘ নিয়তি ,
বিবর্তনের ধারায় সে আসবেই নিয়ে চূড়ান্ত পরিনতি ;
চাক ভাঙ্গা মৌমাছির মত দিগ্বিদিক ছোটাছুটি করে,
যেতে হবে অজানা গন্তব্যে , বাস্তুভিটা ছেড়ে  ।
শুনিতেছি চারিদিকে বিষাদের বক্ষফাটা ক্রন্দন ,
তবু থেমে নেই অনন্ত জীবনবিস্তার, হৃদয়স্পন্দন ।
অনন্ত জীবনের দুঃসাহসী পথিক হতে চাই আমি আজ ,
ভুলে যেতে চাই  জীবনের সব দুঃখ ব্যথা লাজ ;
জানি এ পথ চলাও থেমে  যাবে  একদিন  ,
যেতে হবে এ ভুবন  ছেড়ে ;
মন নাহি চায় তবু যেতে হয় ,
এইতো নিয়তি , রুধিবে কে তারে ?