একা মানুষ মাতৃগর্ভে একলা কবরে
একা পুরুষ পিতৃত্বে নারী মাতৃত্বে ,
এ জগতময় তুমি আমি সবাই একা
একাই থাকে মানুষ নিজ অস্তিত্বে ।


একলা আকাশ থমকে যায়
রাতের নিস্তব্ধতায় ,
চন্দ্র সূর্য সবাই একা, তাদের
একাই থাকতে হয় ।


আমার একাকিত্ব একান্তই আমার
যেখানে আর কারও ঠাঁই নাই ,
এখানে আমি অন্তর্মুখী স্বেচ্ছাচারী
নিঃসঙ্গতায় নিজেকে খুঁজে পাই ।


একা আমি একাই রব
একা পথে চলবো,
একা একা বলবো কথা
একাই চলে যাব ।


বলবো তবু একটি কথা অবশেষে
একা থাকায় আছে অনেক কষ্ট ,
নেশার ঘোরে থাক যদি একা একা
হবে তুমি একাই পথভ্রষ্ট ।


১৮৴০৫৴২০২১