তোমার সাজানো বাগানে
কত রঙ বেরঙের ফুলের সমাহার ,
ওখান থেকে আমি একটা গোলাপ
নেবো ভেবেছিলাম ।
হাত বাড়াতেই চেচিয়ে ওঠলে তুমি ,
'ছিড়োনা ছিড়োনা কাটা ফুটবে হাতে '
আমি বললাম, 'ফুটলো না হয় কাটা ,
ঝড়লো না হয় এক ফোটা রক্ত ;
তবুও তোমার বাগানের
একটা গোলাপ আমার চাই ।
চাপা হাসি হাসলে আর গম্ভীর কন্ঠে বললে তুমি,
'সবার জীবনে সব চাওয়া কি পূরন হয় ?'
মানছি তোমার কথা তবুও বলবো ,  
'চাইতে আমার দোষ কোথায় ?
তোমার বাগান তোমার হৃদয় ,
তুমিই বলো দেবে কি দেবে না "
আমি শুধু বলবো, 'যা ই বলো তুমি
একটা গোলাপ আমার চাই, চাই ই !'