আমার ভাবনা গুলো আজ এলোমেলো
পাইনা সঠিক পথের দিশা ,
অর্থ বিত্তের লালসায় মন ভরে গেলো
জানিনা এ কোন মরন নেশা ।
সমনে যখন দেখি অফুরন্ত মানিক্য ,
দু হাত বাড়িয়ে দিলাম ;
সোনাদানা বৈভব- যার পেলাম আধিক্য
তারেই নিজের করে নিলাম ।
ভাবছো সবাই লোভী আমি স্বার্থপর
একশত ভাগ সঠিক ভাবনা ,
ক্ষমতার দম্ভে আমি ভুলেছি আপন পর
অন্তরে যে স্বৈরাচারী কুমন্ত্রনা ।
মুখে মধু অন্তরে বিষ এটাই বাস্তবতা
আমি তো এর বাইরে নই ;
বড় অসহায় আমি হারিয়েছি সততা ,
জানিনা কি করে মুক্তি পাই।