মানুষ বাঁচার তাগিদে গড়ে তোলে
বিশ্বে নতুন নতুন সভ্যতা ,
মানুষ গড়ে পরিবার সমাজ রাষ্ট্র
আর পারস্পরিক সমঝোতা ।
মানবসমাজে থাকে প্রেম ভালবাসা
থাকে আবার স্বার্থের দন্দ্ব ,
ভোগ বিলাস আর ক্ষমতার লালসায়
মানুষগুলো হয়ে যায় অন্ধ ।
জীবনে তখন ওঠে ঝড়, হয় সংঘাত
ভেঙ্গে যায় সব আশা ভরসা ;
স্রোতের গোপন টানে ভেসে যায় সব
স্নেহ মায়া প্রেম ভালবাসা ।
যদি থাকে প্রেম আর মানবতাবোধ
থাকবেনা হিংসা বিদ্বেষ ক্রোধ ,
দিকে দিকে উড়বে শান্তির পায়রা
শোষন বঞ্চনার হবে প্রতিরোধ ।