বসন্তের দ্বিপ্রহর কোকিলের ডাক থেমে যায় ,
প্রজাপতি ডানা মেলে যায় নতুন ঠিকানায় ;
রক্তরাঙ্গা শিমুল পলাশ কৃষ্ণচূড়া ,
বয়ে যায় সব হৃদয়ে প্রেমধারা ;
বাসন্তী রঙ শাড়ীর মেলায় হারাতে মন চায় ।


ফাগুনের শেষ সন্ধ্যায় মেঘ জমেছে আকাশে ,
ঝরা মুকুলের মিষ্টি সুবাস ছড়ায় বাতাসে ;
আসতে পারে ঝড় বাদল ,
সখী ত্বরা ঘরে ফিরে চল ;
ধুলোর আস্তরণে ভরবে ধরা ফাগুন শেষে ।